• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৭:০৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
পাহাড় কাটায় দুই ব্যক্তির ৩ লক্ষ টাকা জরিমানা

পাহাড় কাটায় দুই ব্যক্তির ৩ লক্ষ টাকা জরিমানা

প্রিন্ট ভিউ

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার গভীর রাতে রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাডেবা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

সংশ্লিষ্টরা জানায়, কালাডেবা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর গোপনসূত্রে পেয়ে বুধবার রাত ১১টায় মোবাইল কোর্ট অভিযানে নামেন। এসময় পাহাড়ের মালিক ও পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিকে স্পটে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ বেআইনিকাজের অপরাধে আদালত পাহাড়ের মালিক রওশন আরা বেগমকে ৫০ হাজার টাকা ও পাহাড় কাটায় জড়িত আলমগীর কবিরকে দুই লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে বুধবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুটি মামলায় দুই ব্যক্তিকে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ

আরও পড়ুন