• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৮:৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
ব্রিটিশ দম্পতির পাসপোর্ট, তিন লাখ টাকাসহ হারানো ব্যাগ ৮ ঘণ্টায় উদ্ধার

ব্রিটিশ দম্পতির পাসপোর্ট, তিন লাখ টাকাসহ হারানো ব্যাগ ৮ ঘণ্টায় উদ্ধার

প্রিন্ট ভিউ

চট্টগ্রামে ব্রিটিশ দম্পতির টাকা, পাসপোর্টসহ হারিয়ে যাওয়া ব্যাগ আট ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ব্যাগটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর জুবিলী রোড এলাকায় ব্রিটিশ দম্পতি তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমান (৮৪) সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন ব্যাংকে। এ সময় ভুল করে একটি হাতব্যাগ ফেলে রেখে ব্যাংকে ঢুকেছিলেন। ব্যাংকে ঢোকার পর হাতব্যাগটি যে সঙ্গে নেই, সেটা বুঝতে পারেন তারা। পরে খোঁজ নিয়ে সিএনজিটির আর হদিস পাওয়া যায়নি।

ওই ব্যাগে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, ব্যাংকের একটি চেকবই ও মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, গতকাল নগরের লাভ লেন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় হাতব্যাগটি ফেলে যান ব্রিটিশ দম্পতি। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসক ও ব্রিটিশ হাইকমিশনকে জানান। পরে কোতোয়ালি থানা–পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগরের বাকলিয়া এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করে।

তিনি বলেন, ওই ব্যাগে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা এবং চেকবই ছিল। অক্ষত অবস্থায় সবকিছু উদ্ধারের পর রাতেই ওই ব্রিটিশ দম্পতির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ওসি আবদুল করিম বলেন, অটোরিকশা চালক নির্দোষ। সে নিজেই জানতো না তার গাড়িতে একটি ব্যাগ ছিল। আমরা যখন ওই গাড়িটিকে বাকলিয়া এলাকায় শনাক্ত করি, তখনও সেখানে যাত্রী ছিল। পরে যাত্রী নামিয়ে আমরা ব্যাগটি উদ্ধার করি। অটোরিকশা চালকের কোনো দোষ না পাওয়ার আমরা তাকে তখনই ছেড়ে দিয়েছি।

সারাদেশ

আরও পড়ুন