বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে আবারও লন্ডন যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।
এর আগে ২৩ জুলাই গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেদিন রাতেই তিনি বাসায় ফিরে আসেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছে।
গত ৭ জানুয়ারি বেগম খালেদা জিয়া দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। তখন তাকে স্বাগত জানান তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। চিকিৎসা শেষে তিনি ৬ মে দেশে ফেরেন এবং তার সঙ্গে দেশে ফেরেন পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
সাম্প্রতিক শারীরিক জটিলতা ও পুরোনো অসুস্থতা বিবেচনায় নিয়ে নতুন করে বিদেশে চিকিৎসার জন্য সরকারি অনুমতির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। খালেদা জিয়ার ঘনিষ্ঠ মহল বলছে, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।