• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৪:৫৯
ব্রেকিং নিউজ
হোম / ক্রাইম
রিপোর্টার : খুলনা ডেস্ক
রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের আস্তানায় একে-৪৭সহ অস্ত্র উদ্ধার

রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের আস্তানায় একে-৪৭সহ অস্ত্র উদ্ধার

প্রিন্ট ভিউ

আজ মঙ্গলবার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি আস্তানায় অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ সকাল পৌনে ১০টার দিকে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। ইউপিডিএফের ঘাঁটিতে প্রবেশের পরপরই উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানকালে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় একে-৪৭ রাইফেল, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ।

সেনাবাহিনীর এই অভিযান এখনো চলমান রয়েছে, এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। আইএসপিআর জানিয়েছে, দেশব্যাপী নিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এই অভিযানে কোনো হতাহতের তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সেনাবাহিনীর উপস্থিতি ও তৎপরতায় এলাকাবাসীর মাঝে নিরাপত্তা ও আশার বার্তা পৌঁছেছে।

ক্রাইম

আরও পড়ুন