• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৭:০২
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি
রিপোর্টার : দ্য ইনভেস্টর অনলাইন ডেস্ক
৪ মামলায় সালাম মুশের্দীর জামিন নামঞ্জুর; ‘ভুয়া ভুয়া’ স্লোগান আদালত চত্বরে

৪ মামলায় সালাম মুশের্দীর জামিন নামঞ্জুর; ‘ভুয়া ভুয়া’ স্লোগান আদালত চত্বরে

প্রিন্ট ভিউ

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুশের্দীকে চারটি মামলায় খুলনার দুটি পৃথক আদালত কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। এরপর তাঁকে রাজধানীর আদাবর থানায় করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে হওয়া চারটি মামলায় খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সালাম মুর্শেদীর জামিন আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। পৃথক দুটি আদালত রোববার (২২/১২/২০২৪) দুপুরে চার মামলায় তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২২ ডিসেম্বর দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তাব্যবস্থায় খুলনা আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাঁকে কড়া নিরাপত্তাব্যবস্থায় কারাগারে পাঠানো হয়েছে। আদালত চত্বরে ছিল মানুষের ব্যাপক ভিড়। এ সময় অনেকেই সালাম মুর্শেদীকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন। তাঁদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

আসামিপক্ষের আইনজীবী তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর নেতৃত্বে প্রায় ২ হাজার নেতাকর্মী খুলনা ডাকবাংলা মোড়ে দলের বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য নদী পথে ট্রলারযোগে রওনা হয়। তাদের কিছু নেতাকর্মী চন্দনীমহল (কাটাবন) ঘাটে অবস্থান করছে এমন সংবাদ পান বিএনপির ওই নেতা। বেলা সাড়ে ১১টার দিকে ট্রলার ওই স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আওয়ামী সরকারের সন্ত্রাসীরা তাদের ওপর শর্টগান, কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জি আই পাইপ, চাপাতি, বোমা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আবদুস সালাম মুর্শিদী পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা-৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ৭ জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

আবদুস সালাম মুর্শেদী ২০০৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। ৮ আগস্ট বাফুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। এ ছাড়া তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধান ছিলেন।

রাজনীতি

আরও পড়ুন