• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৬:২২
ব্রেকিং নিউজ
হোম / মতামত
রিপোর্টার : খুলনা অফিস:
নগরীর মুজগুন্নী ইউনাইটেড ক্লাবে চলছে কি?

নগরীর মুজগুন্নী ইউনাইটেড ক্লাবে চলছে কি?

প্রিন্ট ভিউ

মুজগুন্নী ইউনাইটেড ক্লাবের নতুন কমিটি গঠন কিন্তু কিভাবে? ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব নগরীর খালিশপুরস্হ মুজগুন্নী কাজীপাড়া মেলার মাঠের পাশে অবস্থিত। ১৮৬৮ সালে স্থাপিত ক্লাবটি বর্তমানে একটি গঠনতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের  পতনের দিন কতিপয় দুষ্কৃতিকারীরা ক্লাবটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এর কিছুদিন পর কাজী ফজলুল কবির টিটো ক্লাবে একটি প্রীতিভোজের আয়োজন করেন এবং ক্লাবটি দখল করেন। এরই ধারাবাহিকতায় গত ৩০  নভেম্বর স্থানীয় পত্রিকাগুলোতে ইউনাইটেড ক্লাবের কমিটি গঠন হয়েছে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

যার ফলে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবের বর্তমান সভাপতিসহ স্থানীয়রা। দেখা যায় নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ফজলুল কবির টিটো নিজে এবং সাধারণ সম্পাদক হয়েছেন কাজী রাসেল। 

৩১ সদস্যের এ কমিটি নিয়ে কথা হলে ক্লাবের বর্তমান সভাপতি কাজী আসাদুজ্জামান মিল্টন জানান,   আমাদের ক্লাবের একটি সুনির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে আলোকে  আমরা ক্লাবটি অত্যন্ত সুনামের সাথে  পরিচালনা করে আসছি। 

আমাদের ক্লাবের গঠনতন্ত্রের ৬(গ) ধারা অনুযায়ী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কোন ব্যক্তি কোন অবস্থাতেই ক্লাবের সদস্য হতে পারবেনা। সেখানে কিভাবে একজন হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ক্লাবের সভাপতি হয়?

তিনি আরো বলেন, এ কারণে ক্লাবে সদস্যপদ না পাওয়ার ক্ষোভ থেকে গত ৫ তারিখে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগ নিয়ে টিটো ও কতিপয় ব্যক্তি ক্লাবটিকে রাজনীতির সাথে সম্পৃক্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, আমরা যেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আমাদের ক্লাবের  রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা নেই। এ কমিটির কোন গ্রহণযোগ্য ভিত্তি নেই, অথচ তারা ঘৃণ্য এ কাজ করে দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার ও চালিয়েছে। 

উপরোক্ত বিষয়গুলো নিয়ে কাজী ফজলুল কবির টিটোর  সাথে কথা হলে তিনি জানান, পূর্বে তিনি বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। আর ক্লাবের বিষয়ে বলেন, তিনি ও তার বন্ধু অ্যাপোলো মিলে ক্লাবটি চালু করেন।গত ৫ তারিখে বিএনপি-জামাত ক্লাবে ধ্বংসযজ্ঞ চালানোর পর এলাকাবাসী সহযোগে সর্বসম্মতিতে কমিটিটি গঠন কে।  

কে এই টিটো? কাজী ফজলুল কবির টিটো সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়,  তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা মহানগরের স্থায়ী বহিষ্কৃত অংশের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 

এছাড়া নাম না প্রকাশ করার শর্তে একাধিক ব্যক্তি জানান  তিনি তার বন্ধু অ্যাপোলো হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। স্থানীয়রা তাকে ভয় পায় বিধায় কেউ কোনো প্রতিবাদ করে না। 

মুজগুন্নী ইউনাইটেড ক্লাব ও এলাকাবাসী তার এসব  কাজের জন্য এলাকায়  বিশৃংখল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায়  যথাযথ সকল কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও সাহায্য কামনা করেছেন। 

মতামত

আরও পড়ুন