গতকাল ২৮ ডিসেম্বর ২০২৪ বিকেল ৪:৩০ মিনিটে মহান বিজয় দিবস ও দৈনিক অগ্নিকণ্ঠের
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইডিবি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের
চেতনা বাস্তবায়ন পরিষদ। সংগঠনের উপদেষ্টা ও দৈনিক অগ্নিকণ্ঠের সম্পাদক মুক্তিযোদ্ধা
পালোয়ান রুহুল আমিন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর হোসেন (এমবিএ)। প্রধান আলোচক ছিলেন
খুলনা জেলা বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও কলামিস্ট লায়ন এম এস শিবলী।
বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতার ঘোষক
মেজর জিয়াউর রহমান ও ছাত্র জনতা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি
আরো বলেন বিগত ১৭ বছর কখনো বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ হয়নি।
বক্তব্যের এক পর্যায়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিষয় ও তুলে ধরেন। তারপর
খুলনা মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি শেখ বেলাল উদ্দিনকে স্মরণ করেন ও শেষে লায়ন
শিবলী সমস্ত শহীদ সাংবাদিকদের হত্যার বিচার প্রত্যাশা করে তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট কবি ও সাহিত্যিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।