• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৬:৫০
ব্রেকিং নিউজ
হোম / বাণিজ্য
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বিঘ্নিত

কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বিঘ্নিত

প্রিন্ট ভিউ

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার লেনদেন বিঘ্নিত হয়েছে। সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও এদিন নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন চালু হয়। এতে ব্রোকারেজ হাউজ ও বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনায় ডিএসই তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। 

ডিএসই জানিয়েছে, সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে লেনদেন চালু করা যায়নি। পরে প্রতিষ্ঠানটির আইটি টিম সার্ভার জটিলতা নিরসন করার পর বেলা ১১টা ৩০ মিনিটে লেনদেন চালু হয়। দেড় ঘণ্টা লেনদেন বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে ডিএসই গতকাল লেনদেনের সময় ২০ মিনিট বাড়িয়ে দেয়। অর্থাৎ অন্যান্য দিনে ডিএসইতে লেনদেন চলে সকাল ১০টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত। গতকাল ২টা ৩০ মিনিটের পরিবর্তে ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। আর পোস্ট ক্লোজিং চলে ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।

এ প্রসঙ্গে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসইর সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে গতকাল ট্রেডিং কার্যক্রম চালু করতে বিলম্ব ঘটে। যথা সময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সবার সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এদিকে ডিএসইতে লেনদেন বিঘ্নিত হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিক ছিল। 

সূচকের পতনে লেনদেন গতকাল ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে। দর কমেছে বেশির ভাগ কোম্পানির। এদিন এই বাজারে লেনদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২৭০টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৪ কমে ৫ হাজার ১৬৫ পয়েন্টে নেমে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করছে। গতকাল ডিএসইতে ৩১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৩ কোটি ৬৫ লাখ টাকা।

বাণিজ্য

আরও পড়ুন