• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , রাত ০৩:৫৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
বাগেরহাটে বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বাগেরহাটে বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রিন্ট ভিউ

বেনাপোলের সীমান্তবর্তী উপজেলার শার্শার পল্লীতে আবু তালেব (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে ষোল বছরের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আবু তালেব ২ সন্তানের জনক।

এ ঘটনায় ধর্ষণের শিকার শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর  মা রোববার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শার্শা থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে ধর্ষক আবু তালেব পলাতক রয়েছে। 

ওই কিশোরীর মা জানান, তার কন্যা বুদ্ধি প্রতিবন্ধী সুরাইয়াকে প্রতিবেশী আবু তালেব মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো। সবার অজান্তে আবু তালেব এমন কাজ করায় সুরাইয়া তিন মাসের অন্ত:স্বত্বা হয়ে পড়ে। তার শরীরের পরিবর্তন দেখে হরিচন্দ্রপুর গ্রামের পল্লী চিকিৎসক খায়রুল ইসলামের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানান তার পেটে ৩ মাসের সন্তান আছে। 

আবু তালেবের স্ত্রী জানান, এ ঘটনা জানাজানি হলে গোগা ইউনিয়নের কালিয়ানী ও হরিচন্দ্রপুর গ্রামের কয়েকজন চাঁদাবাজ আবু তালেবকে বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে তুলে নিয়ে আড়াই লাখ টাকা চাঁদা আদায় করে। 

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন আবু তালেবের পরিবার

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আমরা বিষয়টি সুষ্ঠু তদন্ত করছি। আসামী পলাতক রয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে মেডিকেল পরীক্ষার করাতে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাদেশ

আরও পড়ুন