খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রিন্ট ভিউ
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় একটি আবাসিক হোটেলে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে হোটেল জেড এন প্যালেসের ৭০৬ নম্বর কক্ষ থেকে নাজিম উদ্দিন খান ওরফে বেলাল (পিতা: মৃত কামরুদ্দিন খান, ঠিকানা: ছোট বয়রা, খুলনা) নামের একজনকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৪৭৬ পিস ইয়াবা জব্দ করা হয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত বেলালের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নগরীতে অপরাধ দমনে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।
ক্রাইম