• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৭:১১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
গাড়ির ধাক্কায় ওয়াসার পাইপ ফেটে পানি উঠে গেল ৪০ ফুট

গাড়ির ধাক্কায় ওয়াসার পাইপ ফেটে পানি উঠে গেল ৪০ ফুট

প্রিন্ট ভিউ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারানো একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ওয়াসার পাইপের ভাল্‌ভ ভেঙে সড়ক ও আশপাশের এলাকা পানিতে ভেসে গেছে। এ সময় পানি কমপক্ষে ৪০ ফুট পর্যন্ত উপরে উঠে গেছে।

আজ শনিবার সকাল ছয়টার দিকে সড়কের বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাটের শেখ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে ওই লাইনে পানির সঞ্চালন বন্ধ করা হয়েছে বলে জানানো হয়। 

আজ ভোরে সরেজমিনে দেখা যায়, ওয়াসার পাইপলাইন ফেটে পানি কয়েক ফুট উচ্চতায় উঠে বড় ফোয়ারা হয়ে নিচে পড়ছে। এতে আশপাশের মার্কেটের দোকান, সড়ক—সব ভিজে গেছে। পানির তীব্রতায় সড়কের আশপাশে ইটের খোয়া উপড়ে গেছে। সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয় এ সময়। কুয়াইশ কলেজ থেকে নেয়ামত আলী রোড এলাকার পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এ সময় ৮ থেকে ১০ জন পুলিশ সদস্যকে যানজট নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপে ধাক্কা লাগা ওই গাড়িতে চালকসহ চারজন যাত্রী ছিলেন। তাঁরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে রাউজান থেকে নগরীতে ফিরছিলেন। ওয়াসার পাইপের ভাল্‌ভ ভেঙে গাড়িটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় লোকজন। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এলাকার আবদুস সালাম নামের এক দোকানদার বলেন, সড়কটির পাইপলাইনগুলো টেকসইভাবে লাগানো হয়নি। না হয় বারবার এমন ঘটনা ঘটার কথা নয়। গত বছরও একই জায়গায় গাড়ির ধাক্কায় পাইপ ফাটার ঘটনা ঘটে। পাইপলাইন সংযোগের পাশে স্টেশনারির দোকানদার আবদুল করিম বলেন, তিনি দোকানে এসে দেখেন, পানি আর গাড়ির ধাক্কায় তাঁর দোকান ও মালামাল নষ্ট হয়ে গেছে। এ জায়গায় বারবার এমন ঘটনা ঘটলেও টেকসই মেরামত হয় না। ছয় মাস আগেও ঠিক একই জায়গায় গাড়ির ধাক্কায় পাইপ ফাটার ঘটনা ঘটে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল।

বিকেলের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান রাঙ্গুনিয়ায় অবস্থিত শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় নগরীর কিছু এলাকার পানি সরবরাহ বন্ধ করা হয়েছে। তাঁরা পাইপ মেরামত করে পানির সঞ্চালন স্বাভাবিক করার কাজ করছেন।

ঘটনাস্থলে থাকা হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আশরাফ উদ্দিন বলেন, ঘটনার পরপর একদল পুলিশ এসে ওয়াসাকে খবর দেন। পুলিশ সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। দুপুর ১২টার দিকে ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে মদুনাঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

সারাদেশ

আরও পড়ুন