• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৬:৫০
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : খুলনা ডেস্ক
যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, পরীক্ষা স্থগিত

যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, পরীক্ষা স্থগিত

প্রিন্ট ভিউ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গতকাল সোমবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। দুর্ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার আজকের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। পাশাপাশি দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

যুদ্ধবিমানটি একটি দোতলা স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় ভবনটিতে। এই দুর্ঘটনায় অধিকাংশ হতাহত শিশু এবং শিক্ষার্থী। দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে বলা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি সব সরকারি সংস্থাকে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

এছাড়াও এই মর্মান্তিক ঘটনার কারণে আজকের দিন অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

সারাদেশে মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং এই দুর্ঘটনা দীর্ঘদিন মনে গেঁথে থাকবে বলে মনে করছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই।

জাতীয়

আরও পড়ুন