• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৮:৩২
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির দুই নেতার বৈঠক

যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির দুই নেতার বৈঠক

প্রিন্ট ভিউ

বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আবদুল মঈন খান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মঈন খানের সঙ্গে চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

তবে ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে এ বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা সম্ভব হয়নি। কোনো পক্ষই এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানায়নি।

এলেনর স্যান্ডার্স তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে এটি তাঁর প্রথম ঢাকা সফর। এ সফরে ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকার, মানবাধিকার সংগঠনসহ অন্যান্য অংশীদারের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকারবিষয়ক একটি সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে।

রাজনীতি

আরও পড়ুন