নওগাঁর নিয়ামতপুরে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এসময় তার বাসায় দুই দফা গুলির ঘটনা ঘটেছে। তাকে লক্ষ্য করে ছোড়া একটি গুলি চলে গেছে তার মাথার মাত্র কয়েক ইঞ্চি দুরুত্বে।
বুধবার (২৯ জানুয়ারি) আনুমানিক রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, রাতে বাসায় শুয়ে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেলাম। প্রথমে বুঝতে পারিনি কি হয়েছে। পরে আবারও একটি শব্দ পেলাম। শব্দ পেয়ে পাশের রুমে এসে দেখি জানালার গ্লাস ফুটো। তখন আরও একটি শব্দে আমার মাথার কয়েক ইঞ্চি দুরুত্বে কিছু একটা চলে গেলো।পরে ঘরের মেঝেতে তিনটি ধাতব পদার্থ পড়ে থাকতে দেখেছি। এগুলো পুলিশের কাছে দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, হামলার খবর পেয়ে রাতে রেজাউল করিমের বাসায় আনসার সদস্যদের পাঠানো হয়। কিন্তু কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আশপাশে খোঁজাখুঁজির পর গুলির মতো ৩টি ধাতব পদার্থ পাওয়া গেছে বলে জানতে পেরেছি।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এজাহার পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসার বাইরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।