• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৭:১৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
হাজীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

হাজীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রিন্ট ভিউ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও গ্রাম থেকে সুমাইয়া আক্তার পায়েল নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পায়েলের স্বামী নাজাত ভুঁইয়া নিঃসর্গকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পায়েলের বাবা সাগর হোসেন চৌধুরী ও ফুফাতো ভাই সৌরভের অভিযোগ, দুই বছর আগে প্রভাব খাটিয়ে পায়েলকে বিয়ে করে নিঃসর্গ। এর পর থেকে বিভিন্ন সময় নির্যাতন করত তাকে। গতকাল শনিবার রাতে পায়েলকে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী নিঃসর্গ। 

স্থানীয়রা জানায়, নিঃসর্গের বাবা আবদুল মান্নান ও মা জেসমিন আক্তার দেশগাঁও ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। তিন বছর আগে নিঃসর্গের প্রথম স্ত্রীকেও নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ রয়েছে। 

সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল বলেন, ‘পায়েল মেধাবী শিক্ষার্থী ছিল। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। তাকে শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ আছে। এলাকাবাসীর পক্ষ থেকে নিঃসর্গ ও তার পরিবারকে সর্তক করা হয়েছে। তবুও মেয়েটিকে বাঁচানো গেল না।’

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, নিহতের বাবা একটি হত্যা মামলা করেছে। গত রাতেই ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সারাদেশ

আরও পড়ুন