উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য দেখা যাচ্ছে। এ কারণে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে সতর্কতার মাত্রা বাড়ানো হতে পারে।