• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , রাত ০৩:৪৮
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : খুলনা ডেস্ক
মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ১০ জন

মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ১০ জন

প্রিন্ট ভিউ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই বিস্ফোরণ ঘটে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক কর্মসূচির সময়।

আহত ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

আহতরা হলেন: মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাত (২০), মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), হাবিবুল্লাহ (২৩), ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭)।

আয়োজক সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলায়ন’-এর সময়টিকে স্মরণ করতেই প্রতীকী হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন উড়ানো হচ্ছিল। সেই বেলুন বিস্ফোরণের মাধ্যমেই এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয়

আরও পড়ুন