নেত্রকোনার কেন্দুয়ায় গভীর রাতে সড়কে গাছে ফেলে যানবাহন আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নোয়াদিয়া-রেন্ট্রিতলা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় সময়ই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে আসছিল। গত শুক্রবার রাত দেড়টার দিকে ডাকাত দলের ১০-১৫ লোক দেশীয় অস্ত্র নিয়ে সড়কে গাছ ফেলে যানবাহন আটকে দেয়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রী ও যানবাহনের চালকদের কাছ থেকে নগদ অর্থ, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায়। ডাকাতদের আক্রমণে এ সময় অন্তত ৪ জন আহত হয়। আহতদের মধ্যে একজনের বাড়ি কিশোরগঞ্জ, অন্য ৩ জনের বাড়ি স্থানীয় নোয়াদিয়া ও বালিজুড়া এবং রাজীবপুর গ্রামে বলে জানা গেছেও তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী এক ট্রাকচালক জানান, ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। তারা প্রায় সময়ই অটোরিকশা, ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে ডাকাতি করে। শুক্রবার রাতে ডাকাতদের আক্রমণে জনের মতো আহত হয়েছেন।
শনিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলেও জানান ওসি।