আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ২৯ মে ২০২৫ তারিখে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সম্ভাব্য এই ঝড়ের কারণে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা এই ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও স্থানীয় আবহাওয়া বার্তা মনোযোগসহ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।