• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , রাত ০৩:৫৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
আটক বিএনপি নেতাকে ছাড়িয়ে নিতে নাটোরে মহাসড়ক অবরোধ

আটক বিএনপি নেতাকে ছাড়িয়ে নিতে নাটোরে মহাসড়ক অবরোধ

প্রিন্ট ভিউ

যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া এক বিএনপি নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ত্রিমোহনীতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে লালপুর থানার সামনের সড়ক অবরোধ করেন। একপর্যায়ে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ রাখে তারা। পরে পুলিশের আশ্বাসে বেলা ১১টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

তবে দুপুর সোয়া ১টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কসহ আশপাশের সড়কে বিএনপি নেতাকর্মীরা আবারও অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজির অভিযোগে গভীর রাতে যৌথ বাহিনী লালপুর কলোনীতে অভিযান চালিয়ে লালপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ ও তার দুই ছেলেকে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে। পরে সকালে তাদের মুক্তির দাবিতে প্রথমে লালপুর থানার সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। এক পর্যায়ে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। তবে দুপুর সোয়া ১টার দিকে আবরও বিএনপি নেতাকর্মীদের ওই সড়কের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। 

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু সাংবাদিকদের বলেন,আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের মুক্তি চাই।

লালপুর থানার ওসি নুরুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে আটকের পর যৌথ বাহিনী রাতে তিনজনকে লালপুর থানায় হস্তান্তর করেছে। তাদের মুক্তির দাবিতে সমর্থকরা সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

সারাদেশ

আরও পড়ুন