• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:২৫
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
বায়ুদূষণ পর্যবেক্ষণে অনুদান দেবে জাপান

বায়ুদূষণ পর্যবেক্ষণে অনুদান দেবে জাপান

প্রিন্ট ভিউ

বাংলাদেশে বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণে পাঁচ দশমিক ৪৫ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুই দেশের সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে চুক্তি সই করেন।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি চুক্তিতে সই করেন।

আগামী মার্চ থেকে ২০২৮ সালের জুনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বায়ুদূষণ পরিমাপ ও বিশ্লেষণ করা হবে। বিশেষ করে, যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পের অংশ হিসেবে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সার্বক্ষণিক বায়ু পর্যবেক্ষণ স্টেশন বসানো হবে।

জাতীয়

আরও পড়ুন