• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৪২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : খুলনা ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

প্রিন্ট ভিউ

২০২৫ সালের ১ জুন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ দাখিল করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে গত বছরের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত সহিংসতা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শেষ করে ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয়। দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর অভিযোগপত্রটি আজ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়। এই ঘটনাটি বিচারিক প্রক্রিয়ার এক নতুন ধাপের সূচনা করেছে, যেখানে গণমাধ্যমের সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে বিচারকাজ জনসাধারণের সামনে উন্মুক্ত রাখা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত বছর আগস্টে ছাত্র ও সাধারণ মানুষের ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পালাবদল ঘটে। এর পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা হলেও এটি বিচ্ছিন্ন কোনো অভিযোগ নয়। তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে—একটি গুম ও খুনের দীর্ঘ ইতিহাসকে কেন্দ্র করে, আরেকটি ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডকে ঘিরে।

বিভিন্ন অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমন করতে গিয়ে তৎকালীন সরকার এবং তাদের সহযোগী বাহিনী যেভাবে নিরস্ত্র নাগরিকদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, তা গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের শামিল। ট্রাইব্যুনালের সামনে এসব ঘটনার বিচার চাওয়া হচ্ছে। এই মামলা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নয়—এটি এক দীর্ঘ সময়ের জবাবদিহি চাওয়ার প্রক্রিয়ার প্রতিফলন।

সারাদেশ

আরও পড়ুন