• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৬:৫৭
ব্রেকিং নিউজ
হোম / বাণিজ্য
রিপোর্টার : দ্য ইনভেস্টর অনলাইন ডেস্ক
ভারতীয় পণ্য ও ব্রাজিলিয়ান পণ্যর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

ভারতীয় পণ্য ও ব্রাজিলিয়ান পণ্যর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

প্রিন্ট ভিউ

শপথ গ্রহণের আগেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতির প্রয়োগ করবেন বলে জানিয়ে রেখেছেন তিনি

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে  ট্রাম্প বলেন, “‘যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে। ওরা (ভারত) প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর অধিক কর চাপায়। অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো কর চাপাইনি।

এ প্রসঙ্গেই ভারত ও ব্রাজিল দুই দেশের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, এই দুই দেশ মার্কিন পণ্যের ওপর অধিক পরিমাণ কর চাপায়। 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, কাহলে যুক্তরাষ্ট্রও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপালে সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আমরাও পারস্পরিক শুল্ক চাপিয়ে দেব।

এর আগে প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প মনোনীত বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তিনি বলেন, নতুন সরকারে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আমাদের থেকেও তেমন ব্যবহারই পাবেন- এটাই আশা করা উচিত।

বাণিজ্য

আরও পড়ুন