খুলনার রূপসা নদীতে ট্রলার থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ জুলাই বুধবার রাত পৌনে নয়টার দিকে রূপসা ট্রলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শিশুটির বয়স আনুমানিক ৪ থেকে ৫ বছর, এবং সে কোনভাবে ট্রলারে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়ার পরপরই তাকে উদ্ধার করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই করুণ ঘটনার পরপরই আরও একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ট্রলারটি যখন পশ্চিম রূপসা ঘাট থেকে পূর্ব রূপসা ঘাটে পৌঁছায়, তখন অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে আরেক যুবক নদীতে পড়ে যায়। এসময় ট্রলারের এক যাত্রী রায়হান অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদ করলে ঘাটের মাঝিরা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। আহত রায়হান রূপসা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের জানিয়েছেন, নিহত শিশুটির লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে শিশুটির পরিবারের লোকজন লাশ শনাক্ত করে নিয়ে যান, তবে শিশুটির নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এই ঘটনার প্রেক্ষিতে নদীপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং ট্রলারচালকদের অসচেতনতা যেন আর কারো প্রাণ না নেয়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।