• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , রাত ০৩:৪৩
ব্রেকিং নিউজ
হোম / বিনোদন
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
এ্যাডভেঞ্চার ও গলফট্যুরিজম-কে গুরুত্ব দিয়ে তরুণদের সম্পৃক্ত করতে হবে

এ্যাডভেঞ্চার ও গলফট্যুরিজম-কে গুরুত্ব দিয়ে তরুণদের সম্পৃক্ত করতে হবে

প্রিন্ট ভিউ

“দেশের সামগ্রিক পর্যটন শিল্পের উন্নয়নে‘এ্যাডভেঞ্চার’এবং‘গলফট্যুরিজম’-কে গুরুত্ব দিয়ে তরুণদের সম্পৃক্ত করতে হবে।”রাজধানীর ঢাকা ক্লাবে ‘Youth Engagement in Promoting  Adventure and Golf Tourism ’শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন তরুণরাই দেশের পর্যটন শিল্পের ‍উন্নয়নে আগামী দিনের পথ প্রদর্শক।

২৩ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৫টায় রাজধানীর ঢাকা ক্লাবে Bangladesh Adventure Tourism Association (BATA) ও Bangladesh Integrated Rural Based Association (BIRBA)-এর যৌথ উদ্যোগে এবং Arunima Resort Golf Club এর সার্বিক সহযোগীতায় Youth Engagement in Promoting Adventure and Golf Tourism শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিতসচিব মিজ নাসরিনজাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জনাব মিজ সায়েমা শাহীন সুলতানা এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম এনডিসি।

সেমিনারে সভাপতিত্ব করেন জনাব মোঃ হাতেম, প্রেসিডেন্ট, BIRBA এবং প্রেসিডেন্ট, Bangladesh Knitwear and  Manufacturer Association (BKMEA)।সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বি.এ.টি.এএবং‘অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটি’-এর চেয়ারম্যান জনাব খবির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সামগ্রিক পর্যটন উন্নয়নে তরুণদেরকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে। তরুণদের নেতৃত্বেই দেশে এ্যাডভেঞ্চার এবং গলফটুরিজমের উন্নয়ন সহ পর্যটনশিল্পে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠবে। ইতোমধ্যেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং তার অধীনস্থ সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজমবোর্ড এতদবিষয়ে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।তিনি আরো বলেন, বাংলাদেশের বেসরাকারি প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে। বি.এ.টি.এ এবং বারবা এই দুটি সংগঠন আজকের সেমিনারের মাধ্যমে দেশের পর্যটনশিল্পকে একটি নতুন দিগন্ত উম্মোচন করে দিয়েছে। তরুণরাই ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে তারুণ্যের শক্তিতে যে কোন পরিবর্তন এবং উন্নয়ন সম্ভব। প্রধান অতিথি মনে করেন, পর্যটন শিল্পে এ্যাডভেঞ্চার এবং স্পোর্টস বিশেষ করে গলফ খুবই গুরু্ত্বপূর্ণ উপাদান । তিনি আশা প্রকাশ করেন, গলফের মাধ্যমে দেশে অনেক বিদেশি পর্যটকদের আকর্ষণ করা যাবে। তরুণরাই এ্যাডভেঞ্চার উন্নয়নেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

অরুণিমা রিসোর্ট গলফক্লাব এবং বাংলাদেশ এ্যাডভেঞ্চার ট্যুরিজম এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব খবির উদ্দিন আহেমদ বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও তরুণদের নেতুত্বে গলফ স্পোর্টস তথা গলফ ট্যুরিজমের জনপ্রিয়তা দিনিদিন বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে দেশে এ্যাডভেঞ্চার ট্যুরিজম তরুণদের নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ছাত্র ও তরুণ বয়সে যুব নেতৃত্ব দিয়েছেন এবং জেসিআই এর ওয়াল্ড ওয়াইড ভাইসপ্রেসিডেন্ট ছিলেন। বিশ্বের বহুদেশে তিনি ঘুরেছেন এবং বর্তমান সময়েভ্রমণ করছেন। ফলে এ্যাডভেঞ্চার এবং গলফট্যুরিজম সহ সামগ্রিক পর্যটন উন্নয়নে অনেক অভিজ্ঞতা হয়েছে। উক্ত অভিজ্ঞতার আলোকে দেশি-বিদেশি পর্যটকদের উন্নত সেবা প্রদানে এবং দেশের তরুণদের গলফ খেলায় উদুদ্বু করার জন্য অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব প্রতিষ্ঠাকরাহয়েছে। তরুণদের পর্যটন শিল্পে সম্পৃক্ত করলে তারা সকল মন্দ কাজ থেকে দূরে থাকবে এবং এ্যাডভেঞ্চার এবং গলফ ট্যুরিজম সহ দেশের সামগ্রিক পর্যটন উন্নয়নে মনোনিবেশ করতে পারবে।

বাংলাদেশ পর্যটনকরপোরেশন-এর চেয়ারম্যান মিজ সায়েমা শাহীনসুল তানা তাঁর বক্তব্যে এ্যাডভেঞ্চার এবং গলফ ট্যুরিজমের ‍উন্নয়নের গুরুত্ব তুলে ধরেনে এবং বিভিন্ন  পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বাংলাদেশ (এনএসসিবি)-এর সচিব জনাব আমিনুল ইসলাম এনিডিসি তাঁর বক্তব্যে বলেন, দেশের স্পোর্টস-এর উন্নয়নে তরুণরা সম্পৃক্ত আছে এবং তাঁদেরকে আরো বেশি বেশি সম্পৃক্ত করতে হবে। তিনি গলফ স্পোর্টস এবং গলফ ট্যুরিজমের ‍উন্নয়নে সকল ধরণের সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্ণিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মোহম্মদ আব্দু ররহিম খান, সিনিয়র ফ্যাকাল্টিএন্ড উইং চিফ, বাংলাদেশ ইন্সটিটিউট অব গভর্নেন্স এন্ডম্যানেজমেন্ট।তিনি তাঁর প্রবন্ধে দেশের সামগ্রিক পর্যটন শিল্পেরউন্নয়নে এ্যাডভেঞ্চার এবং গলফ ট্যুরিজমের উন্নয়নে গুরুত্ব দেন। প্রবন্ধে তরুণদের কীভাবে এ্যাডভেঞ্চার এবং গলফ ট্যুরিজমের উন্নয়নে সম্পৃক্ত করা যায়এবং তাদের সম্পৃক্ত করলে কী কী বেনিফিট হবে এ বিষয় গুলো তুলে ধরা হয়। তরুণদের দেশের পর্যটন শিল্পে দ্রুত সম্পৃক্ত করার বিষয়ে ও প্রবন্ধে সুপারিশ করা হয়।তিনিe ‡jbÔ বাংলাদেশ সেনাব v হিনীর মাননীয় সেনাপ্রধান একজন এডভেঞ্চার ট্যুরিষ্ট-এর ন্যায় সমগ্র বাংলাদেশের গলফ এসোসিয়েশন- এর সভাপতি হিসেবে অরুণিমা রিসোর্টে এসে ৪র্থ অরুণিমা গলফ ট্যুর্ণামেন্টের শুভ উদবোধন করে দেখিয়েছেন ইচ্ছে থাকলে সবই সম্ভব। এই সাহসী উদ্যোগ গ্রহণের জন্য অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবক র্তৃপক্ষকে উষ্ণ অভিবাদন জানাই।

বর্ণিত সেমিনারে আরো বক্তব্য রাখেন বি.এ.টি.এর সেক্রেটারি জেনারেল জনাব মশিউর খন্দকার, টোয়বের প্রেসিডেন্ট জনা বরাফি উজ্জামা নরাফি, টিডাব-এর চেয়ারম্যান জনাব আসলামখান, আই.এস.সিফরট্যুরিজম এন্ড হসপিটিালিটি-এর চেয়ারম্যান জনাব মহিউদ্দিন হেলাল, এভিয়েশন এন্ডট্যুরিজম জার্নলিষ্ট ফোরামের প্রেসিডেন্ট জনাব তানজিম আনোয়ার, পাটা বাংলাদেশ চ্যাপ্টার-এর সেক্রেটারি জেনারেল জনাব তৌফিক রহমান, ওয়ার্ল্ডট্র্যাভেলএন্ডট্যুরিজম ক্লাব-এর প্রেসিডেন্ট মিজ তৌহিদা সুলতানা রুনু, এছাড়াও বাংলাদেশের পর্যটন উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং পর্যটনসং শ্লিষ্টবিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ গ্রহণ করেন।

বিনোদন

আরও পড়ুন