যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অ্যাসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় নেতৃবৃন্দ যশোর জেনারেল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস দেন।
ঘটনার শুরু বৃহস্পতিবার, যখন বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামের এক তরুণীর ওপর অ্যাসিড ছুড়ে মারেন অভিযুক্ত জসিম। এ হামলায় রিপা ছাড়াও তার মা রাহেলা বেগম ও তৃতীয় শ্রেণির ছাত্র ভাই ইয়ানুর দগ্ধ হন। ইয়ানুরের শরীর সবচেয়ে বেশি দগ্ধ হয়। হামলার পর ঘটনাটি নিয়ে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয় এবং গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিএনপির হাইকমান্ড থেকে তাৎক্ষণিক সহায়তার নির্দেশ আসে।
হাসপাতাল পরিদর্শনের সময় অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমানের নির্দেশে বিএনপি অ্যাসিড হামলার শিকার পরিবারটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। পাশাপাশি আইনি সহায়তার জন্য লিগ্যাল এইড টিম প্রস্তুত রয়েছে। আহতদের পরিবার যেন সঠিক বিচার পায়, সে বিষয়েও দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হবে।
অ্যাসিড হামলায় আহত রিপা খাতুন বিএনপির সহানুভূতি ও সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, তারা অত্যন্ত গরিব মানুষ, আইনি সহায়তা নেওয়া তাদের পক্ষে কঠিন হতো। বিএনপি পাশে দাঁড়ানোয় কিছুটা স্বস্তি পেয়েছেন তারা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঘটনায় অভিযুক্ত জসিমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আহতদের বাবা জামাত হোসেন বাদী হয়ে শুক্রবার দুপুরে এই মামলা করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।
এই ঘটনায় সামাজিক প্রতিবাদ ও রাজনৈতিক সহানুভূতির পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও উঠেছে স্থানীয়দের মধ্যে।