• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৪৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : খুলনা ডেস্ক
খুলনায় ভারতীয় নাগরিকসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনায় ভারতীয় নাগরিকসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রিন্ট ভিউ

খুলনা মহানগরীর তিনটি থানায় পৃথক অভিযানে মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে পরিচালিত এ অভিযানে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা করা হয়েছে।

হরিণটানা থানার অধীনে কৈয়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক সুজিত রায় (৩২) কে তিন বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়। সুজিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর থানার মুড়গাছা নবপল্লী এলাকার বাসিন্দা এবং খোকন রায়ের ছেলে। পুলিশ তার বৈধ পাসপোর্ট জব্দ করেছে।

অন্যদিকে, লবণচরা থানার মোল্লাপাড়া এলাকা থেকে মোঃ আসিফ এহসান সাব্বির (২৮) নামে একজনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়ার বাসিন্দা এবং মোঃ আনোয়ার হোসেন খোকনের ছেলে।

এছাড়া, খালিশপুর থানার নয়াবাটি এলাকা থেকে মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ (২১) নামের একজনকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি একই থানার গোয়ালপাড়ার বাসিন্দা মোঃ বাশারের পুত্র।

গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করার পর বিচারিক আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

সারাদেশ

আরও পড়ুন