খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের একটি শাখা থেকে ভল্ট ও মূল ফটকের তালা ভেঙে ১৬ লাখ টাকার বেশি অর্থ লুটের ঘটনা ঘটেছে। ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজন নিরাপত্তা প্রহরীকে থানায় নিয়ে গেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে। দুর্বৃত্তরা ব্যাংকে ঢুকে লকার ও গেট ভাঙার আগে সিসিটিভি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয়, যাতে কোনো ফুটেজে তাদের শনাক্ত করা না যায়।
লুট হওয়া ব্যাংক শাখাটি খুলনা-মোংলা মহাসড়কের পাশে পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির কাছেই অবস্থিত।
নিরাপত্তা প্রহরী আবুল কাশেম জানান, তিনি ব্যক্তিগত কারণে শুক্রবার সারাদিন অনুপস্থিত ছিলেন। তবে দুপুর ২টার দিকে একবার এসে সবকিছু স্বাভাবিক দেখেছিলেন। তার ধারণা, বিকেলেই ঘটনাটি ঘটতে পারে।
শুক্রবার রাত ১০টার দিকে কাশেম ব্যাংকে এসে দেখেন, মেইন গেটের তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখেন লকার ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো। পরে বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানান। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। ব্যাংকের ক্যাশিয়ার লেজার চেক করে নিশ্চিত করেন যে ভল্ট থেকে ১৬ লাখ ১৬ হাজার টাকা খোয়া গেছে।
রূপসা থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর বলেন, “তিনজন নিরাপত্তা প্রহরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তারা হলেন—আফজাল, আবুল কাশেম ও তরিকুল।”
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “ঘটনার সময়কাল ও কৌশল বিশ্লেষণ করে আমরা তদন্ত চালাচ্ছি। ব্যাংক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে।”
ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, “ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা লুট হয়ে গেছে। বিষয়টি আমরা পুলিশের মাধ্যমে তদন্তাধীন রেখেছি।”