• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৭:৩৩
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : খুলনা ডেস্ক
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ

প্রিন্ট ভিউ

রোহিঙ্গা সংকট নিরসনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ। আসিয়ানের (ASEAN) নেতৃত্বে মালয়েশিয়ার বর্তমান ভূমিকা ও রোহিঙ্গা আশ্রয়ে তাদের পূর্ব অভিজ্ঞতার কারণে এ দেশটির সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামা-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই প্রত্যাশার কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকট একটি আঞ্চলিক সমস্যা। মালয়েশিয়ার কূটনৈতিক প্রভাব এবং আসিয়ানে নেতৃত্বের অবস্থান এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সহিংসতার ফলে নতুন করে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে।

ড. ইউনূস বলেন, “গত ১৮ মাসে প্রায় ১ লাখ ৫০ হাজার নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। আগে থেকেই ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী মানবিক সংকটের রূপ নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ হওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক হয়েছে।”

তিনি জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ সরকার তিনটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিচ্ছে।

  • প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগস্টের শেষ দিকে কক্সবাজারে,

  • দ্বিতীয়টি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে,

  • এবং তৃতীয়টি বছরের শেষ দিকে কাতারের দোহায় আয়োজিত হবে।

ড. ইউনূস আশা প্রকাশ করে বলেন, “আমরা চাই মালয়েশিয়া এই আন্তর্জাতিক আলোচনায় প্রভাবশালী ভূমিকা পালন করুক, যাতে এ সংকট থেকে উত্তরণ সম্ভব হয়।”

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারে সামরিক অভিযানের মুখে লাখো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর থেকেই বাংলাদেশ এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করে আসছে। মালয়েশিয়া ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী সনদে স্বাক্ষর না করলেও মানবিক কারণে প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে সাময়িকভাবে আশ্রয় দিয়েছে।

দীর্ঘমেয়াদি এই সংকট আসিয়ানের সদস্য দেশগুলোকেও প্রভাবিত করছে, যার মধ্যে রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।

জাতীয়

আরও পড়ুন