• ঢাকা
  • রবিবার , ১৭ আগস্ট ২০২৫ , রাত ০১:৪২
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য
রিপোর্টার : স্টাফ কোয়ার্টার:
সুজন সখী'র সাহিত্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী মহাসম্মেলন ও পিঠা উৎসব

সুজন সখী'র সাহিত্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী মহাসম্মেলন ও পিঠা উৎসব

প্রিন্ট ভিউ

সুজন সখী'র সাহিত্য পরিষদের উদ্যোগে ৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে আন্তর্জাতিক নারী মহাসম্মেলন ও পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনের প্রথম অধিবেশনে কবি বিলকিস খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদা আক্তার। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক শিরিন আক্তার। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও কথাসাহিত্যিক রুনা আক্তার স্বপ্না। বিশেষ অতিথি ছিলেন কবি ও সংগঠক তাহেরা খাতুন, অনিতা আনন্দ কবিতা ও রেজওয়ানা বুলবুল। আলোচনায় অংশ নেন কবি রোকসানা সুখী, মেঘলা জান্নাত, লুবনা জেরিন সীমা এবং কবি ও কথাসাহিত্যিক ফাতেমা খাতুন রুনা।

বিকেলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশন। এবিএম সোহেল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানী। বিশেষ অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন, প্রাকৃতজন শামিম রুমি টিটন, কৃষিবিদ আনন্দ চন্দ্র দাশ, মোহাম্মদ আলমগীর জুয়েল, মুহাম্মদ আবু তাহের, ডা. বাদল সরকার, আর মজিব, আনিছুর রহমান, আতিকুর রহমান ও আল-হাসান রিয়াজ। 

এই অধিবেশনে সমাজের বিভিন্ন স্তরে ভূমিকা পালন ও বিশেষ অবদান রাখা কৃতী নারীদের ক্রেস্ট, পদক ও উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে কবি ও কথাসাহিত্যিক মুনমুন রহমান সম্পাদিত 'নারী সর্বজয়া' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সবশেষে ছিল পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুজন রায়।

অন্যান্য

আরও পড়ুন