• ঢাকা
  • রবিবার , ১৭ আগস্ট ২০২৫ , রাত ০১:৪৫
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য
রিপোর্টার : নিজস্ব সংবাদদাতা:
একটি স্বার্থন্বেসী মহল হাসানকে হেয় করতে বানোয়াট তথ্য প্রকাশ করছে

একটি স্বার্থন্বেসী মহল হাসানকে হেয় করতে বানোয়াট তথ্য প্রকাশ করছে

প্রিন্ট ভিউ


নারায়নগঞ্জের স্থানীয় দু’একটি স্থানীয় পত্রিকায় একটি বিপদগামী ও স্বার্থন্বেসী মহল হাসানের সম্মান ক্ষুণ্ন হয় এমন মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। সবাই ডাক নাম হাসান নামে চিনলেও তার পুরো নাম মাসুদ রানা। হাসান একজন মিডিয়াকর্মী ও মুক্তিযোদ্ধার সন্তান। বিপদে মানুষের পাশে দাঁড়ানো পরোপকারী হাসান সবসময় অন্যায়ের প্রতিবাদ করেন এবং চাঁদাবাজি বন্ধে পুলিশকে সহায়তা করার চেষ্টা করেন। হাসান জানিয়েছেন, এ কারণে নারায়নগঞ্জের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধের সাথে যুক্ত একটি শ্রেণীর স্বার্থে ব্যাঘাৎ ঘটছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে হাসানের ভাবমূর্তি নষ্ট করার জন্য পত্রিকায় মিথ্যা বানোয়াট তথ্য দিয়েছে এবং পত্রিকা একতরফাভাবে তা প্রকাশ করেছে। তিনি বলেন, তার ছবি ফটোশপ গ্রাফিক্সে এডিট করে এর সাথে নৌকার একটি ছবি যুক্ত করে সংবাদের সাথে প্রকাশ করেছে। তিনি এই বানোয়াট ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ও তীব্র নিন্দা প্রকাশ করে এরসাথে যুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।    

তথ্য নিয়ে জানাগেছে, হাসানের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো থানায় মামলা বা একটি সাধারণ ডায়েরী হয়নি। স্থানীয় কয়েকটি দোকানে খোঁজখবর নেওয়া হলে কোনো ব্যাক্তি তার বিরুদ্ধে নেতিবাচক কোনো কথা বলেননি। জানাগেছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে স্বার্থন্বেসী ও থানায় সুবিধা নেওয়া, দালালী করা একটি মহল তাকে প্রতিপক্ষ মনে করছে ও ষড়যন্ত্রমূলকভাবে হাসানকে হেয় প্রতিপন্ন করছে। একটি সূত্র থেকে জানাগেছে, হাসান কোনো চাঁদাবাজি করেন না বা পুলিশের সাথে মিডিয়াকর্মীর বাইরে কোনো সম্পর্ক বা কাজের সাথে যুক্ত নন। 

হাসান জানিয়েছেন, ষড়যন্ত্রকারী শ্রেণী নানাভাবে তাকে হয়রাণি করার চেষ্টা করছে ও পরোক্ষভাবে ভয়ভীতিও দেখাচ্ছে। তিনি জানান, এরা অপরাধীদের দোসর এবং নানাভাবে তার ক্ষতি করতে তার বিরুদ্ধে এসব অপপ্রচার করে । 


অন্যান্য

আরও পড়ুন